প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৮:০২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২১, ৭:১২ পি.এম
জয়পুরহাটে শিশু ধর্ষনকারী এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাটে এক কণ্যা শিশু ধর্ষন মামলার আসামি জহুরুল ইসলাম (২৩) নামে এক যুবলকে যাবজ্জীবন স্বশ্রম কারাদণ্ড দিয়েছে নারী শিশু ট্রাইবুনাল আদালত।
২০১৫ সালে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন আটাপাড়া বিজিবি ক্যাম্পের সামনে রেললাইনের পার্শে বসবাসকারী আবদুল আজিজের শিশু কণ্যাকে ধর্ষনের অভিযোগে তার মা রেজিয়া খাতুন একই এলাকার কিতাব আলীর ছেলে জহুরুল ইসলামের বিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। যাহার মামলা নং- ২৫/২০১৬।
দীর্ঘ কয়েক বছর পর মঙ্গলবার(৯ ফেব্রুয়ারী) দুপুরে এই মামলার শুনানিতে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ রুস্তম আলী মামলার তথ্য উপাথ্য পর্যালোনা পূর্বক ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় জহুরুল ইসলাম কে যাবজ্জীবন স্বশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন।
জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি এ্যাডঃ- ফিরোজা চৌধুরী এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy