প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২১, ৫:৪৭ পি.এম
জয়পুরহাটে শুরু হয়েছে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম
নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক রাশেদ মোবারক প্রথম টিকা গ্রহণ করেন।
উদ্বোধনের মধ্য দিয়ে জেলার পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে শুরু হয়ে টিকাদান কর্মসূচি চলে বিকাল ৩ টা পর্যন্ত।
রবিবার(০৭ ফেব্রুয়ারি) সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম।
এ সময়ে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, পুলিশ সুপার সালাম কবির, সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
শুরুর দিনে জেলার সদর উপজেলায় নিবন্ধনকৃত ১৫৬১ জনের মধ্যে ৪৮০ জন, পাঁচবিবি উপজেলায় নিবন্ধনকৃত ৬৪১ জনের মধ্যে ১৫০ জন, কালাই উপজেলায় নিবন্ধনকৃত ২৪৮ জনের মধ্যে ৪৯জন, আক্কেলপুর উপজেলায় নিবন্ধনকৃত ৩৩৮ জনের মধ্যে ১৫০ জন ও ক্ষেতলাল উপজেলায় নিবন্ধনকৃত ২৯৭ জনের মধ্যে ৩৯ জনকে টিকা দেওয়ার প্রস্তুতি রয়েছে।
জয়পুরহাট জেলায় প্রথম পর্যায়ে ২৪ হাজার মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান জেলা সিভিল সার্জন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy