প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৩:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২১, ১২:৫৯ এ.এম
জয়পুরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কোন ছাড় নেই, জেলা পুলিশ সুপার
ওয়াকিল আহমেদ, নিজস্ব প্রতিবেদকঃ
জয়পুরহাটে ২৭/১০/২০২১ ইং, মঙ্গলবার, বিকাল ৩ ঘটিকায়, জেলার সদর থানার আমদই ইউনিয়নের মাধাইনগর বাজার প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে সাম্প্রদায়িক সন্ত্রাস বিরোধী "সম্প্রীতি সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে৷
জয়পুরহাট জেলা পুলিশ ফেইসবুক পেইজ সুত্রে জানা গেছে, গোলাম হাক্কানী, আহবায়ক, কমিউনিটি পুলিশিং জয়পুরহাট জেলা সমন্বয় কমিটি এর সভাপতিত্বে সাম্প্রদায়িক সন্ত্রাস বিরোধী "সম্প্রীতি সমাবেশ" অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা, পুলিশ সুপার, জয়পুরহাট এবং প্রধান উপদেষ্টা, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফুল ইসলাম, জেলা প্রশাসক, জয়পুরহাট এবং প্রধান পৃষ্ঠপোষক কমিউনিটি পুলিশিং জয়পুরহাট জেলা সমন্বয় কমিটি।
সম্প্রীতি সমাবেশে প্রধান বক্তা পুলিশ সুপার বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার স্থান নেই। হাজার বছর ধরে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টানসহ নানা ধর্মাবলম্বীর দেশ বাংলাদেশ। আমরা সকলে মিলেমিশে ভাই ভাই হয়ে এই দেশে বাস করব। আমাদের বিভিন্ন ধর্মাবলম্বীদের সম্প্রীতি বজায় আছে এবং তা অব্যাহত থাকবে। একটি কুচক্রি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে নানা অপকর্ম এবং অপপ্রচারের পায়তারা চালাচ্ছে। যারা দেশকে অস্থিতিশীল করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। অন্য ধর্মের উপর আঘাত কখনোই ধর্মভীরুতা হতে পারে না, বরং তা ধর্মহীনতার পর্যায়ে পড়ে। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের কোন প্রকার ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি প্রদান করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম-সেবা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুর রহমান রকেট, চেয়ারম্যান, জেলা পরিষদ জয়পুরহাট এবং সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, জয়পুরহাট জেলা শাখা, এসএম সোলায়মান আলী, চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ, জয়পুরহাট, জাকির হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ জয়পুরহাট জেলা শাখা, অধ্যাক্ষ খাজা সামছুল আলম, সদস্য, কমিউনিটি পুলিশিং জয়পুরহাট জেলা সমন্বয় কমিটি, এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল, বিজ্ঞ পিপি ও সভাপতি, জয়পুরহাট জেলা প্রেসক্লাব, এ্যাডঃ মোমিন আহম্মেদ চৌধুরী, বিজ্ঞ জিপি, জয়পুরহাট, আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জয়পুরহাট, নন্দলাল পার্শী, সদস্য সচিব, কমিউনিটি পুলিশিং জয়পুরহাট জেলা সমন্বয় কমিটিসহ জয়পুরহাট জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy