প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ৫:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২১, ১০:২০ পি.এম
জয়পুরহাটে সড়কে মেসি ট্রাক্টর-ভটভটি কোনভাবেই চলতে দেয়া হবে না পুলিশ সুপার মাছুম
তফিকুল ইসলাম(কালাই) প্রতিনিধিঃ-
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনা সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে বিভিন্ন যান চালক আরোহীরা। গত ১ সপ্তাহে জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন প্রাণ হারিয়েছেন। জেলায় সকাল ৮ টার পর কোনো সড়কে মেসি ট্রাক্টর-ভটভটি কোনভাবেই চলতে দেয়া হবে না, জয়পুরহাট পুলিশ মাছুম আহাম্মেদ ভুঞা-পিপিএম। সোমবার রাতে জয়পুরহাট জেলা পুলিশ নামে ফেইসবুক আইডিতে তিনি এসব কথা লিখিছেন।
জেলা পুলিশ সুুপার মাছুম আহাম্মদ ভুঞা-পিপিএম জয়পুরহাট জেলা পুলিশের ফেইসবুক আইডি থেকে যা লিখিছেন যা দৈনিক সূর্যোদয় পত্রিকায় হবুহু তুলে ধরা হলো –কয়েকটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমিও আপনাদের মতো অত্যন্ত মর্মাহত ও বেদনার্ত। জয়পুরহাটের সকল মহাসড়ক/সড়ক সহ যে কোন রাস্তায় ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনগণের জীবনের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে আমি আপনাদের পুলিশ সুপার হিসেবে এই মুহূর্তে ঘোষণা করছি যে,
আজ থেকে জয়পুরহাট জেলার যেকোনো সড়কে কোন মেসি/ভটভটি সকাল আটটা হতে রাত্রি দশটা পর্যন্ত কোনভাবেই চলতে দেয়া হবে না। শুধু রাত দশটা হতে সকাল আটটা পর্যন্ত চলতে দেয়া হবে। আমার এই ঘোষণাটি বাস্তবায়নে আমি অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ। এর সফল বাস্তবায়নের আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy