প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৯:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২১, ১২:৫২ এ.এম
জয়পুরহাটে হঠাৎ ডাইরিয়ার প্রকোপ”হিমশিমে হাসপাতাল কর্তৃপক্ষ
নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাটে হঠাৎ করেই ডাইরিয়ার প্রকোপ বেড়েছে ডাইরিয়া আক্রান্ত হয়ে ইতিমধ্যেে ৫ শতাধিক শিশু ও বয়স্ক রোগী ভর্তি হয়েছে। প্রতিদিন এমন রোগীর সংখ্যা বৃদ্ধি হওয়াই আর জয়পুরহাট আধুনিক হাসপাতালটি ২৫০ শয্যার হওয়াই ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি হলে চরম হিমশিমে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ফলে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা কার্যক্রম এতে সৃষ্টি হয়েছে অমানবিক এক অদৃষ্টিগোচর পরিস্থিতি।
মাঘ পেরিয়ে ফাগুনের শুরুতেই হঠাৎ করেই ডাইরিয়ার প্রকোপে প্রায় দিশেহারা জয়পুরহাটবাসী। আক্রান্তদের বেশিরভাগই ছোট শিশু ও বয়স্করা। এমনকি এতে রেহাইও পাচ্ছে না যুবকরাও। হাসপাতালের বেড নেই খালি। উপচে পড়া রোগীর ভিড়ে প্রায় পা ফেলার জায়গাও নেই হাসপাতালের মেঝেতে। রোগীদের চিকিৎসা চলছে হাসপাতালের বারান্দা ও মেঝেতে। অন্যান্য রোগীদের পাশাপাশি ডাইরিয়া আক্রান্তদের এই ভিড় সামাল দিতে গিয়ে সীমিত জনবল নিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ খোন্দকার মিজানুর রহমান সাথে যোগাযোগ করলে তিনি দৈনিক সূর্যোদয় কে জানান, ফেব্র্বয়ারির শেষেই হঠাৎই ডাইরিয়া রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুন হয়েছে। হাসপাতালের বেড সংকটের কারণে ডাইরিয়া রোগী নিয়ে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের। তাই ঘন ঘন পাতলা পায়খানা শুরু হলে হাসপাতালে না এসে নিজ বাড়িতেই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা নেয়ার পরামর্শও দিয়েছেন তিনি। এ ডাইরিয়ার চিকিৎসার মূলত ঔষুধ হিসেবে খাবার স্যালাইন পান করার পাশাপাশি স্বভাবিক খাবার খাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
এদিকে ডাইরিয়া রোগী বেশি হওয়ার কারণ হিসেবে রোটা ভাইরাসের সংক্রমণকে দায়ী করেছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। তারা বলছেন এই রোগ খুবই ছোঁয়াচে এই রোগ থেকে নিরাপদে থাকতে নিজ বাড়িতে পানি ফুটিয়ে পান করতে পরিষ্কার পরিচ্ছন্ন স্বাভাবিক খাবার খেতে হবে বলে বিশেষজ্ঞ ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy