প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৫, ৬:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২১, ১২:৩৩ এ.এম
জয়পুরহাটে ১৫ কোটি টাকা মূল্যের চতুর্মুখী শিবলিঙ্গ উদ্ধার
নিরেন দাস,জয়পুরহাটঃ-
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার মাহমুদপুর গ্রামে খননকৃত একটি পুকুর থেকে প্রায় ১৩ শ শতকের পূরানো ১৫ কোটি টাকা মূল্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শন চতুর্মুখী একটি শিবলিঙ্গ উদ্ধার করেছে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।
সোমবার (০৫ এপ্রিল) জয়পুরহাট র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এস এম ফজলুল হক বিজ্ঞপ্তিতে জানান,গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাত সাড়ে ১০ টার দিকে নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুল আজিজের খননকৃত একটি পুকুর থেকে ১৩ শ শতকের পূরনো পূরানো ১৫ কোটি টাকা মূল্যের চতুর্মুখী শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। যার ওজন ৬০০ কেজি।
তিনি আরো জানান, নিদর্শনটি প্রাথমিক জিডিমূলে নওগাঁর পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy