নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে জয়পুরহাটে স্বাস্যবিধি মেনে করোনাভাইরাস প্রতিরোধে জনসচতনতা সৃষ্টি ও পরিছনতা রক্ষার লক্ষ্যে পৌর এলাকার ১ শত ৩২ টি মসজিদ ১ হাজার ৫ শত সাবান, ১ হাজার ৫ শত কেজি ডিটারজেন্ট পাউডার ও ১ হাজার কেজি ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ এপ্রিল) সকালে পৌর শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড় সংলগ্ন কেদ্রীয় মসজিদের সামনে জয়পুরহাট পৌরসভার আয়োজনে ১ শত ৩২ মসজিদের ইমাম গনের নিকট এসব সামগ্রী বিতরণ করা হয়।
জয়পুরহাট পৌরসভার মেয়র মাস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্ব,উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন, জেলা প্রসাশক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা নিবার্হী অফিসার মিল্টন চদ্র রায়, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম হাক্কানীসহ আরো অনেকেই।
পরে উক্ত স্থানেই করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণীজ পুষ্টি নিশ্চিতকরণে জেলা প্রশাসন ও প্রাণীসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় সাশ্রয়ী মূল্যে ভ্রাম্যমাণ দুধ প্রতি লিটার ৫০ টাকা, ডিম প্রতি হালি ২৪ টাকা ও সোনালী মুরগী ২৪০ টাকা, লেয়ার মুরগী ১ শ ৩০ টাকা, ব্রয়লার মুরগী ২ শত টাকা মূল্যে বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়।
Leave a Reply