ওয়াকিল আহমেদ, নিজস্ব প্রতিবেদকঃ
জয়পুরহাট জেলা পুলিশ কতৃক ১৭ অক্টোবর ২০২১ ইং, রবিবার, সকাল ০৮.৩০ ঘটিকায়, পুলিশ লাইনস মাঠে জেলার অফিসার ও ফোর্সেদের কীট প্যারেড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷
জয়পুরহাট জেলা পুলিশ ফেইসবুক পেইজ সুত্রে জানা গেছে, জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, (পিপিএম-সেবা) এর সালামী গ্রহনের মধ্যে দিয়ে কীট প্যারেড অনুষ্ঠান শুরু হয়। এরপর পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের সরকারি ইস্যুকৃত মালামাল পরিদর্শন এবং এগুলোর যথাযথ ব্যবহারে গুরুত্বারোপ করেন। পুলিশ সুপার আরো বলেন, আমরা একটি সুশৃঙ্খল বাহিনী সুতরাং আমাদের পোশাকেও তার বহির প্রকাশ থাকতে হবে।
এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) তরিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম, পুলিশ পরিদর্শক (আরআই) পুলিশ লাইনস, খলিলুর রহমান, জয়পুরহাট সহ প্রমূখ৷
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy