প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৪:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২১, ১:৪৫ এ.এম
জয়পুরহাট পরিবারে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির পোস্ট’পুলিশ সুপারের নজর আটক-৫
জয়পুরহাট পরিবারে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির পোস্ট'পুলিশ সুপারের নজর আটক-৫
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
Facebook Twitter share
বর্তমান বিশ্বের সবচেয়ে বড় প্রচার ও যোগাযোগ মাধ্যম ফেইসবুক আইডি "জয়পুরহাট পরিবার" নামে একটি গ্রুপ পেজে গত ৩ দিন আগে জয়পুরহাট রেলস্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রিয় করা নিয়ে একটি পোস্ট ছাড়া হলে ওই গ্রুপ পেজেটিতে ছাড়া পোষ্টটি জয়পুরহাট জেলা পুলিশ সুুপার মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম'র নজরে এলে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অভিযান চালিয়ে কালোবাজারের ট্রেনের ৪২ টি টিকিটসহ ৫ জন কালোবাজারিদের আটক করা হয়েছে।
Surjodoy.com
বুধবার (০৯ জুন) বিকালে পৌর শহরের জয়পুরহাট রেলস্টেশন এলাকা থেকে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রিয়ের সময় তাদের হাতেনাতে আটক করেছে ডিবি-পুলিশের সদস্যারা।
The Daily surjodoy
আটককৃত কালোবাজারিরা হলেন,জয়পুরহাট পৌর শহরের শান্তিনগর মহল্লার মৃত মোবারক আলীর ছেলে শফিকুল ইসলাম(৪৫) আদর্শপাড়া মহল্লার আব্দুল হামিদের ছেলে আব্দুল মমিন(৩২) তেঘর মহল্লার আব্দুল ওহাবের ছেলে রাকিবুল হাসান(২৪) সগুনা মহল্লার আসলাম হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৬) সবুজ নগর মহল্লার মোসলেম হোসেনের ছেলে মশিউর রহমান (৪২)।
The Daily surjodoy
জাতীয় দৈনিক সূর্যোদয়কে আটকের তথ্যটি নিশ্চিত করে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা-(পিপিএম) জানান,গত ৩ দিন আগে "জয়পুরহাট পরিবার" নামের একটি ফেইসবুক গ্রুপ পেজেটিতে ট্রেনের টিকিট কালোবাজারে দিগুণ দামে বিক্রয়ের পোস্টটি ছাড়া হলে ওই পোস্টটি আমার নজরে এলে। এই পোস্টের সূত্রধরে কালোবাজারিদের ধরতে জেলা গোয়েন্দা শাখা'র ডিবি পুলিশকে নির্দেশ দেয়া হলে। বুধবার বিকেলে জয়পুরহাট রেলস্টেশন এলাকায় কালোবাজারে টিকিট বেচা-কেনার হচ্ছে এমন গোপন সংবাদ পুলিশের কাছে আসে উক্ত সংবাদের ভিক্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে কালোবাজারের ট্রেনের ৪২ টি টিকিটসহ তাদের হাতেনাতে আটক করা হয়েছে।
The Daily surjodoy
পুলিশ সুপার আরও জানান,আটককৃতরা দীর্ঘদিন থেকে বিভিন্ন ভূয়া জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে এবং রেলস্টেশনের কাউন্টারের বিক্রিয়কৃত টিকিট গুলো কালোবাজারের মাধ্যমে দ্বিগুন দামে যাত্রীদের কাছে বিক্রয় করে আসছিল তারা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy