নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাটে পৌর নিবার্চনের সরঞ্জামাদি বহনের সময় শ্যালো চালিত ভটভটির ধাক্কায় নাছির উদ্দিন (৪০) নামের এক ভ্যান চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
শনিবার(২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় শহরের প্রধান সড়কের বাজলা স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক সদর উপজেলার আমদই মাধাইনগর গ্রামের ছমির উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জেলা নিবার্চন অফিস থেকে পৌর নির্বাচনের সরঞ্জাম নিয়ে শ্যালো চালিত ভটভটি শহরের তালীমুল ইসলাম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে যাওয়ার পথে বাজলা স্কুল এলাকায় ভ্যান ঘুরানোর সময় ধাক্কা দিলে ভ্যান চালক মাটিতে পড়ে যায় এবং পরে ভটভটির চাকার নীচে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ এ,কে,এম আলমগীর জাহান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা বা অভিযোগ না করায় আমরা একটি ইউডি মামলা করেছি। ভ্যানটি উদ্ধার করা হয়েছে এবং ভটভটিটি নজরদারিতে রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy