নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
'চলো যাই যুদ্ধে'মাদকের বিরুদ্ধে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিদিনের ন্যায় মাদক নির্মূল বিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব-৫,সিপিসি- ৩,র্যাব জয়পুরহাট ক্যাম্পের আভিযানিক একটি দল নওগাঁর ধামইরহাট উপজেলার রুপ নারায়নপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ শত ৬৮ বোতল ফেন্সিডিলসহ আসমাউল হোসেন (২৮) ও মোশারফ হোসেন (৩৬) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা।
সোমবার (২৫ অক্টোবর) ভোররাতে নওগাঁর ধামইরহাটের রুপ নারায়ণপুর গ্রামের মাদক ব্যবসায়ী আসমাউল হোসেনের টিনশেডে তৈরি বসত ঘড়ের শয়ন কক্ষে অভিযান চালিয়ে ২ শত ৬৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে করে র্যাব সদস্যরা।
আটকের বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট র্যাব-৫, সিপিসি-৩,এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এবং স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ এর নেতৃত্বে সোমবার ভোর ৫ টায় গোপন সংবাদের ভিক্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে করে নওগাঁর ধামইরহাট উপজেলার রুপ নারায়ণপুর গ্রামের আবুল খায়েরের ছেলে আসমাউল হোসেন ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বহরমপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত.শরীফ উদ্দিনের। ছেলে মোশারফ হোসেনকে ২ শত ৬৮ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে করে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় আটককৃত মাদক ব্যবসায়ীরা র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে। আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য ভারত থেকে চোরাই পথে ফেন্সিডিল তারা পার্টনারশিপ হিসেবে উভয়ে পরস্পর যোগসাজসে অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে নওগাঁর ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা রজু করা হয়েছে।
প্রতিদিনের ন্যায় মাদকদ্রব্য ও মাদক সেবীদের অভিযান চালিয়ে আটকের বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট র্যাব-৫,সিপিসি-৩,জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির জানান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও র্যাব মহাপরিচালকের মাদক মুক্ত বাংলাদেশ অঙ্গীকার বাস্তবায়নে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী,মাদকদ্রব্য উদ্ধারসহ মাদকসেবীদের আটক অব্যাহত রেখেছে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।
তিনি আরো জানান,জয়পুরহাট, নওগাঁ,দিনাজপুর হিলি ভারত সীমন্ত হওয়াই শুধু মাদক নয় পাশাপাশি সকল প্রকার অপরাধ দমনে জয়পুরহাট-র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা প্রতিনিয়তই অভিযান চালিয়ে যাচ্ছে যা সাংবাদিক ভাইদের প্রচারের মাধ্যমে ইতিমধ্যে রাজশাহীর জয়পুরহাট র্যাব-৫ বাংলাদেশে ব্যাপক আলোচিত হয়েছে। যার প্রশংসার দাবীদার সমাজের দর্পণ সাংবাদিক ভাইয়েরা বলে তিনি জানান।