জয়পুরহাট র্যাব কর্তৃক বিপুল পরিমান গাঁজাসহ আটক-১
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাসবাগুরী কদমতলী এলাকায় র্যাব-৫ এর সদস্যারা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি ৯ শত গ্রাম গাঁজাসহ বাবু ফকির (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৬ আগস্ট) রাতে উপজেলার খাসবাগুরী কদমতলী এলাকায় গোপন সংবাদের ভিক্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী বাবু ফকির একই এলাকার মৃত রজব আলী ফকিরের ছেলে।
র্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাট র্যাব ক্যাম্পের পাঠানো এক তথ্যতে জানানো হয়। আটককৃত ধৃত আসামী
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ী বাবু ফকিরের বিরুদ্ধে জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।