রবিন হাসনাত রানা, ঝালকাঠি: স্বর্ণকিশোরীর অন্তরালে একাধিক প্রেমিকের সাথে প্রেমের নাটক করে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ঝালকাঠি সেই নাসরিন আক্তার সারাসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী যুব সংগঠক ও উদীয়মান সাংবাদিক জুবায়েরের বাবা জাকির হোসেন বাদী হয়ে সোমবার ৫ অক্টোবর ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন। বিজ্ঞ আদালত তদন্তর্পুবক প্রতিবেদন দাখিলের জন্য ঝালকাঠি সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী মানিক আচার্য্য।
মামলায় আসামি করা হয়েছে, ফকির বাড়ি রোডের হাকিম জোমাদ্দারের মেয়ে নাছরিন আক্তার সারা (১৯), তার বড় বোন আখিনুর আক্তার অনি (২৯), কলাবাগান ইউসুফ আলী খলিফার ছেলে মো: কবির হোসেন (৩৫), ফকির বাড়ি রোডের আবুল হোসেনের ছেলে মেহেদী হাসান বাবু (৩০)সহ অজ্ঞাত আরো দুই জনকে।
মামলা ও বাদী সূত্রে জানা যায়, ১নং আসামি (নাসরিন আক্তার সারা) প্রথমে প্রেমের সর্ম্পক ও ভালোবাসার অভিনয় করে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিল। বিভিন্ন সময় জুবায়েরের সাথে সারা ছবিও তুলে রাখে। এদিকে বিভিন্ন সময় জুবায়েরের কাছ থেকে সারা ও তার বড় বোন আখি প্রায় ৫০ হাজা টাকা নেয়। এদিকে সারা একাধিক ছেলের সাথে একই সময় প্রেমের সম্পর্ক করে। যা জুবায়েরে কাছে ধরা পড়ে। আর এ নিয়ে সারা ও জুবায়েরের মধ্যে বাকবিতন্ডা হয়।
গত শুক্রবার দুপুরে পূর্ব পরিকল্পনা মত সারা জুবায়েরকে তার বোনের বাসা শহরের ফকির বাড়ি রোডে ডেকে নিয়ে যায়।এ সময় সারা তার বোন ও আসামীদের নিয়ে জুবায়ের কে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এ সময় আসামিরা জুবায়ের কাছে থাকা একটি অপো কোম্পানির মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। কেবল তাই নায়, আসামিরা জুবায়েরকে মারধর ভয়ভতি দেখিয়ে অনেকগুলো সাদা অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়। এদিকে শুক্রবার দুপুরে এক সাথে নামাজ পড়া এবং পিতা-পুত্রের সাক্ষাতের জন্য জুবায়েরের বাবা অনেকক্ষন ধরে জুবায়েরের জন্য অপেক্ষা করেতে থাকেন।পরে বাদী তার ছেলেকে খুঁজতে আসামীদের বাড়িতে যায়। এ সময় তিনি তার ছেলেকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। তিনি তখন সারার বোন ২ নং আসামীর হাতে-পায়ে ধরে ছেলেকে উদ্ধার করে। আসামিরা বাদীকে বলেন, এ ব্যপারে থানা-পুলিশ করলে তোদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়া করব।
এদিকে যুব সংগঠনের অহংকার রোভার স্কাউট, মুক্তিযুদ্ধের চেতন সংগঠন, উদীয়মান সাংবাদিক আদনান জুবায়েরের ওপর মিন্নি স্টাইলে পরিকল্পিত এ হামলা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানীর ঘটনায় ঝালকাঠিতে বিভিন্ন মহলে তীব্র সমালোচনার ঝড় বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যেমে এ মিন্নি কাহিনি উল্লেখ করে সচেতন মহল তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবী করেছেন।
অন্যদিকে আরও অভিযোগ উঠেছে, স্বর্ণ কিশোরীর নাম ভাঙিয়ে সারা এবং তার বোন,ভগ্নিপতি প্রেমের অভিনয় করে বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক্য তৈরি করে প্রতারণা করে আসছে।