ঝালকাঠি প্রতিনিধি
আজ সোমবার (১৭ জুলাই) সকাল থেকে ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। ভোটারদের লাইনে বেশি দেখা যায় নারী ভোটার।
নির্বাচনে রয়েছেন দুজন প্রতিদ্বন্দ্বী। আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের প্রার্থী ফারুক হোসেন ও বিএনপি থেকে বহিষ্কার হওয়া স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী ওয়ারেচ আলী খান। এ ছাড়া সাধারণ সদস্যের নয়টি পদে ২৩জন ও সংরক্ষিত তিনটি আসনে ছয় জন মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইউনিয়নে নয়টি কেন্দ্রের ভোটার সংখ্যা ১২,৯৪২ জন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৭৭৪ জন ও মহিলা ৬ হাজার ১৬৮ জন।
এর আগে, এই ইউনিয়নে ওয়ারেচ আলী খান দুই বার নির্বাচিত হয়েছেন। ফারুক হোসেন এ বছরই প্রথম বারের মতো নির্বাচনে প্রার্থী।
নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। শক্তভাবে নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নিয়েছেন রিটার্নিং অফিসার সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা সারমিন আফরোজ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy