প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ৯:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২১, ১১:০৪ পি.এম
ঝিকরগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় পানি সরবরাহের আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পে'র আওতায় উপজেলা পর্যায়ে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ই সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ও মুক্তি ফাউন্ডেশনের সহযোগিতার আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অন্তরা সরকার, মুক্তি ফাউন্ডেশনের ট্রেনিং অফিসার অনিমেষ পাল, ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার প্যানেল মেয়র সহ বিভিন্ন পেশা সংগঠনের কর্মকর্তাবৃন্দ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy