বেনাপোল যশোর :
যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের সাগরপুর গ্রামে অবস্থিত আলিনা জুট মিলস্ লিমিটেডে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা ৫৫মিনিটের দিকে হেসিয়ান তাঁত মেশিনের ২৭নং ইলেকট্রিক সাইটে সটসার্কিটের কারণে আকস্মিক আগুন লাগে। যার কারণে অনেক কাঁচামাল, জুট ইয়ার্ন ও মেশিনারীজ ভস্মিভুত হয়। এই ঘটনায় ঝিকরগাছা থানায় জিডি করা হয়েছে। আলিনা জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপক মাহফুজুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৮টা ৫৫মিনিটের দিকে হেসিয়ান তাঁত মেশিনের ২৭নং ইলেকট্রিক সাইটে সটসার্কিটের কারণে আকস্মিক আগুন লাগে। এতে মিলটিতে থাকা কাঁচামাল, পাটজাত পণ্য ও মেশিনারীজের ব্যাপক ক্ষতিসাধন হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের সদস্যরা প্রায় ২ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। মিলে আগুনে ক্ষতির পরিমাণ এখনো নিরুপন করা যায়নি। নিরুপনের চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের উপ সহকারী আনোয়ারুল হক জানান, ফায়ার সার্ভিসের ঝিকরগাছার ২টি ও আমাদের যশোরের ১টি ইউনিট প্রায় ২ঘন্টা যাবৎ চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রেণে আনতে সক্ষম হয়েছে। আমরা ধারনা করছি বিদ্যুতের সটসার্কিটের কারণে এই আগুন লাগতে পারে। তবে তদন্ত না করে ক্ষয়ক্ষতির হিসাব এখনো বলা সম্ভব হচ্ছে না।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy