প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৭:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২১, ৭:০৭ পি.এম
ঝিকরগাছায় এমপির নেতৃত্বে নৌকার ১১প্রার্থীর বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প অর্পণ
বেনাপোল যশোর :
যশোরের ঝিকরগাছা উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সমনে রেখে নৌকা মার্কাকে জয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণায় মাঠে নামার শুরুতেই এমপিসহ নৌকার ১১প্রার্থী উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প অর্পণ করেছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প অর্পণে উপস্থিত ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাসির উদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগ ঝিকরগাছা উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলার ১ নং গঙ্গানন্দপুর ইউনিয়নের নৌকার প্রার্থী আমিনুর রহমান আমিন, ২ নং মাগুরা ইউনিয়নের নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক, ৩ নং শিমুলিয়া ইউনিয়নের নৌকার প্রার্থী মতিয়ার রহমান সরদার, ৪ নং গদখালী ইউনিয়নের নৌকার প্রার্থী আশরাফ উদ্দিন, ৫ নং পানিসারা ইউনিয়নের নৌকার প্রার্থী নওশের আলী, ৬ নং ঝিকরগাছা ইউনিয়নের নৌকার প্রার্থী আমির হোসেন, ৭ নং নাভারন ইউনিয়নের নৌকার প্রার্থী শাহজাহান আলী, ৮ নং নির্বাসখোলা ইউনিয়নের নৌকার প্রার্থী খাইরুজ্জামান, ৯ নং হাজিরবাগ ইউনিয়নের নৌকার প্রার্থী আতাউর রহমান মিন্টু, ১০ নং শংকরপুর ইউনিয়নের নৌকার প্রার্থী গোবিন্দ চ্যাটার্জী ও ১১ নং বাঁকড়া ইউনিয়নের নৌকার প্রার্থী নিছার, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আজাহার আলী, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদুল আলম, জাফিরুল হক, জুলফিকার আলী ভুট্টো, আব্দুল জব্বার, শাহিদুর রহমান শিপলু, জাহাঙ্গীর আলম, আবু জাফর মনি, একরামুল হক খোকন সহ আরো অনেকে। উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy