প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৩:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২১, ৮:২০ পি.এম
ঝিকরগাছায় পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায়. বিজয়ী প্রার্থীর সমর্থকদের আহত ৪
বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছার উপজেলার শংকরপুর ইউপি নির্বাচনে হেরে বিজয়ী প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন।
শুক্রুবার (১২ অক্টোম্বর) সকালে উপজেলার কুমরী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন,কুমরী গ্রামের গোলাম হোসেন (৫০), শফিকুল ইসলাম( ৩০), জাকির হোসেন(৩০),সাগর হোসেন (২০)।
স্থানীয় সূত্র জানায়, ১১ নভেম্বর ইউপি নির্বাচনে শংকরপুর ৩ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হন আসাদুজ্জামান। একই ওয়ার্ডে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন বজলুর রহমান। বৃহস্পতিবার (১১নভেম্বর) পরাজিত প্রার্থী বজলুর রহমানের সমর্থকরা আসাদুজ্জামানের সমর্থকদের ওপর হামলা চালায়। আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ জানান, সকাল থেকে নির্বাচন সুষ্ঠু হচ্ছিলো। বিকালে আমার প্রতিপক্ষ মোরগ মার্কার প্রার্থী বজলুর রহমানের ভাই মুসা করিম ৪ নং বুতে ঢুকে মোরগে জাল ভোট মারছিলো এসময় তালার এজেন্ট শফিকুল প্রতিবাদ করলে তাকে মারধর করে বের করে দেয়।এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরাজিত প্রার্থী জানান. নির্বাচনে জয়ী হয়ে মোরগ মার্কার সমর্থক সিরাজ বাধনসহ ১০/১২ জনের একটি দল তালা মার্কার সমর্থকদের উপর হামলা চালায়।এছাড়া অব্যাহত ভাবে তারা আমার কর্মি সমর্থকদের উপর হুমকি ধামকি অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে ঝিকরগাছা থানার তদন্ত কর্মকর্তা মেজবাহ উদ্দীন কাছে জানতে চাইলে তিনি জানান, এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy