প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ১২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২১, ৭:৫৬ পি.এম
ঝিকরগাছায় পুলিশ কর্মকর্তা সেজে প্রবাসীকে হয়রানী : থানায় জিডি

বেনাপোল যশোর :
যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের সাগরপুর গ্রামের সৌদি প্রবাসী আশরাফ হোসেন (৫০) কে পুলিশ কর্মকর্তা সেজে হয়রানী করার অভিযোগে তিনি বাদি হয়ে থানায় সাধরণ ডায়রী করেছেন। তিনি সাগরপুর গ্রামের জামশের আলী বিশ্বাসের ছেলে।
সাধরণ ডায়রীতে উল্লেখ করেছেন, আশরাফ হোসেন বিগত ১৪বছর যাবৎ সৌদি প্রবাসী। তিনি গত ২মাস পূর্বে দেশে এসেছে। থানার কর্মরত বিভিন্ন পুলিশ কর্মকর্তার মোবাইল নং ০১৬০১-৮১৯৫২৬ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইলে ম্যাসেজের ভিত্তিতে মাদক ব্যবসায়ী ও তার বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আছে মর্মে বিগত ১৩ ডিসেম্বর রাত ১১ টা ২৫ মিনিটের সময় থানার ১০-১২জন পুলিশ সদস্য ব্যাপক তল্লাশী চালায়। তল্লাশী করে প্রবাসীর বাড়ি হতে কোন কিছ্ইু পাওয়া যায়নি। অজ্ঞাতনামা কে বা কারা প্রবাসীর বসত বাড়িতে অবৈধ জিনিস রেখে প্রবাসীকে যে কোন ধরণের ক্ষতি সাধন করিতে পারে। বর্তমানে সে নিরাপত্তাহীনতায় এবং পুনরায় বিদেশ যেতে পারবে কিনা আশংকায় ভূগছে। ঝিকরগাছা থানার জিডি নং ৮৪৩। তাং ১৮/১২/২০২১ইং।
থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। সেই অনুযায়ী আমাদের নিকট একটি তথ্য এসেছিলো। তথ্য বুনিয়াদে আমার ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আমরা কোন আলামত পায়নি। তবে প্রবাসী আশরাফ হোসেন নিরাপত্তা চেয়ে একটা সাধারণ ডায়রী করেছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy