প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২১, ১১:২১ পি.এম
ঝিকরগাছায় বিনামূল্যে জন্ম মৃত্যু নিবন্ধন বিষয়ক সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত
বেনাপোল যশোর :
সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন এই শ্লোগান সামনে রেখে যশোরের জেলা প্রশাসনের নির্দেশনায় স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের উদ্যোগে শিশু জন্মের ৪৫দিনের মধ্যে বিনামূল্যে জন্মনিবন্ধন গ্রহণ বিষয়ে সচেতনতামূলক মা সমাবেশ করা হয়েছে। শনিবার সারাদিন ব্যাপী ঝিকরগাছা সরকারি এম. এল মডেল হাইস্কুল মোবারকপুর মাঠপাড়া সংলগ্ন, কাটাখাল কালীতলা মসজিদ সংলগ্ন, কৃষ্ণনগর খালপাড়া ও মাদরাসাপাড়া সহ মোট ৬টি স্থানে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক জাহারুল ইসলাম।
পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মেঘনা ইমদাদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা এনজিও সমন্বয়কারী শাহজাহান নান্নু, বঞ্চিতা যশোরের উপ-পরিচালক রিটু হোসেন, পেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক ইমদাদ, সমন্বয়কারী রিজন বিশ্বাস, স্বেচ্ছাসেবক টিমলিডার প্রেসিডেন্ট অ্যাওয়াডপ্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ,
রহমত উল্লাহ, স্বেচ্ছাসেবক এসএম জাহাঙ্গীর, স্বপ্নলোকের পাঠশালার শিক্ষক বিথি ইসলাম ও শারমীন সুলতানা শান্তা প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy