প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৫, ৮:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২১, ৮:১৮ পি.এম
ঝিকরগাছায় বয়স্ক ব্যক্তিদের মাঝে রাতের সাথী টর্চ লাইট বিতরণ

বেনাপোল যশোর :
যশোরের ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের আয়োজনে ও বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতায় কৃষ্ণপুর গ্রামে ৩০জন প্রবীণদের মাঝে রাতের আলো টর্চ লাইট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠানে পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছার কৃর্তি সন্তান ও বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত বৃক্ষপ্রেমিক মোকাররম হোসেন। এসময় উপস্থিত ছিলেন, পেন ফাউন্ডেশনের সাধারণ পরিষদের সদস্য জাহাঙ্গীর ও সামিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক টিমলিডার প্রেসিডেন্ট অ্যাওয়াডপ্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ ও রহমত উল্লাহ প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy