প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৮:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২১, ১:৫৬ এ.এম
ঝিকরগাছায় স্কুল পর্যায়ে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা

বেনাপোল প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ল্যাবের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দেশবরেণ্য কথাসাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা হোসেনউদ্দিন হোসেন, উপজেলা ব্যানবেইস অফিসার তরিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, প্রথম পর্বে অনলাইনে গুগল মিটে ১০০ প্রশ্নের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় উপজেলা সকল মাধ্যমিক স্কুল অংশগ্রহণ করে। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত উপজেলার ৮টি স্কুলের সরাসরি অংশ গ্রহণে নকআউট ভিত্তিতে চুড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী তিনটি দল জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিজয়ী তিনটি দল হল, ঝিকরগাছা বি এম হাইস্কুল, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy