প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৫, ১০:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২১, ৮:১৫ পি.এম
ঝিকরগাছায় ৪টি অক্সিজেন ও ত্রাণ বিতরণ করলেন – ডাঃ নাসির উদ্দিন এম পি

ঝিকরগাছায় ৪টি অক্সিজেন ও ত্রাণ বিতরণ করলেন -
ডাঃ নাসির উদ্দিন এম পি
বেনাপোল প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডুয়াল চ্যানেলের ৪টি অক্সিজেন ও ২৩০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন। এসময় তিনি তার বক্তব্যে বলেন,
করোনাকালীন সময়ে সরকার আপনাদের পাশে সর্বদা রয়েছে। আপনাদের উপকারের জন্য যেটা করার দরকার সেটা ক্রমাগতই করা হচ্ছে। আপনারা নিরাশ না হয়ে সরকারের নিয়ম নীতি অনুসরণ করে চলুন। আমরা হয়তো অচিরেই এই মহামারী থেকে মুক্ত হতে পারবো ইনশাল্লাহ।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডুয়াল চ্যানেলের ৪টি অক্সিজেন কন্সেন্ট্রের গ্রহণ করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. এস.কে. রাজিবুল ইসলাম। এছাড়াও সকাল ১১টায় ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সার্বিক সহায়তা ও বাস্তবায়নে ২৩০টি পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান, লুবনা তাক্ষী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ মুস্তাফিজুর রহমান মুসা সহ আরো অনেকে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy