ডেস্ক: ঈদের ছুটি শেষে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েই কর্মস্থলে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। এর ফলে গাড়ির চাপ বেড়েছে সড়ক-মহাসড়কগুলোতে।
শুক্রবার সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পিকআপ, প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজি ও থ্রি হুইলারে গাদাগাদি করে কর্মস্থলে ফিরতে দেখা গেছে কর্মজীবী এসব মানুষদের। এক্ষেত্রে মানা হচ্ছে না কোনো সামাজিক দূরত্ব।
যাত্রীরা বলছেন, ঈদ শেষ তাই কর্মস্থলে ফেরার তাড়া রয়েছে। গণপরিবহন এখনও বন্ধ থাকায় তাই বিভিন্ন উপায়ে বাড়তি খরচ করে কর্মস্থলে ফিরতে হচ্ছে।
তবে জিএমপি কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, সড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের নিরাপত্তা ও সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করছে পুলিশ।
গণপরিবহন সীমিত পরিসরে চালু হলে সামাজিক দূরত্ব যেন বজায় থাকে সে বিষয়েও পুলিশ তৎপর থাকবে বলে জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy