প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৬:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২১, ১২:০৫ এ.এম
টঙ্গীতে এতিম শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
টঙ্গীতে এতিম শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
সুজন সারোয়ার :
গাজীপুরের টঙ্গীতে বিশিষ্ট সমাজ সেবক হাজী মোহাম্মদ হাসান উদ্দিনের উদ্যোগে শতাধিক এতিম শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও করোনা সচেতনতায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জুলাই) বিকালে টঙ্গীর বড় দেওড়া মধ্যপাড়া এলাকায় জামেউল উলূম আব্বাছিয়া নূরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় শতাধিক এতিম শিশুদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম, জামেউল উলূম আব্বাছিয়া নূরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক মাওলানা মো. শওকত আলী সরকার বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ শাহ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দরা।
এসময় হাজী মোঃ হাসান উদ্দিন বলেন করোনা মহামারিকালে সামাজিক দায়বদ্ধতা থেকে এতিমদের পাশে দাড়িয়েছি। যেহেতু আমি একজন এতিম তাই তাদের কষ্টটা আমি বুঝি। সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ এতিমদের পাশে দাড়ান। এখান থেকে বেড়িয়ে আসবে আগামী দিনের আলেম, মাওলানা, ইমাম সমাজ। হয়তো এই উছিলায় আল্লাহ আমাদের মঙ্গল করবেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy