মো: সুজন সারোয়ার, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর পশ্চিম থানা এলাকায় আউচপাড়া খাঁপাড়া এলাকাবাসীর নির্ধারিত কবরস্থান ও সরকারি খাস জমি ভূমিদস্যুর হাত থেকে রক্ষার দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকালে খাঁপাড়া কবরস্থানে সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উক্ত বিক্ষোভে এলাকার সুশীল সমাজ, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নিয়ে ভূমিদস্যু সামাদ খানের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী ব্যক্ত করেন। স্বেচ্ছাসেবী সংগঠন সাতরং এর পক্ষ থেকে জসিম মাষ্টার বলেন, খাঁপাড়া দীঘি ৩ একর ৮০ খাস খতিয়ানভুক্ত সম্পত্তি। এই সম্পত্তি এলাকার জনসাধারণের কল্যাণে গণকবরস্থান, খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন সাবেক স্থানীয় কাউন্সিলর শেখ মোহাম্মদ আলেক।
তৎকালীন সময় স্থানীয় ভূমিদস্যু সামাদ খান জোরপূর্বক বিভিন্ন স্থাপনা নির্মাণ করে তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য দখল অব্যাহত রেখেছিল। তখন এলাকার সুশীল সমাজ থেকে শুরু করে জনপ্রতিনিধিসহ সকল ব্যক্তিবর্গের কঠিন আন্দোলনের মুখে পড়ে জেলা জজ এর হস্তক্ষেপে ২০১৭ সালে উচ্ছেদ করা হয়। বর্তমানে এই খাস জায়গায় প্রায় ৩শতাধিকের অধিক মৃত ব্যক্তির লাশ দাফন এখানে করা হয়েছে। এই জায়গাটিকে আবারো ভূমিদস্যু সামাদ পর্যায়ক্রমে প্রায় ২ বিঘা পরিমাণ সম্পত্তি বিভিন্ন স্থাপনা নির্মাণ করে সেখানে অবৈধ রিকশার গ্যারেজ, বিভিন্ন কারখানা ও দোকানপাট ভাড়া দিয়ে ব্যক্তি স্বার্থ হাসিল করছে। এখানে প্রতিনিয়ত সামাদ খানের নেতৃত্বে কিছু বখাটে ছিনতাইকারী, মাদক কারবারী এখানে রিকশার গ্যারেজে মাদক ও জুয়ার আসর বসায়। আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করছি এবং অবৈধ দখলদার ভূমিদস্যুকে বলবো আপনি অতি দ্রুত স্থাপনা সরিয়ে নিবেন। অন্যথায় এলাকার সাধারণ জনগণ সাথে নিয়ে আপনাকে উচ্ছেদ করতে বাধ্য করবো। স্থানীয় যুবলীগ নেতা মো: বিল্লাল হোসেন মোল্লা ভূমিদস্যু সামাদ খানকে উদ্দেশ্য করে বলেন, আপনি এবং আপনার পিছনে যারা মদতদাতা রয়েছে কাউকে ছাড় দেয়া হবে না। এলাকার স্বার্থে কবরস্থান রক্ষার্থে যে কোন ধরনের পদক্ষেপ নেয়া লাগবে এলাকার জনগণকে সাথে নিয়ে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এলাকার জনগণের পাশে আছি এবং থাকবো।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy