টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ঃ
গাজীপুরের টঙ্গীতে কারিতাস উদ্যম প্রকল্প টঙ্গী শাখার উদ্যোগে গতকাল বুধবার রাতে পূর্ব থানা সভা কক্ষে ভেজাল খাদ্য প্রতিরোধে করর্ণী শীর্ষক সভা আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার ইন্সপেক্টর তদন্ত দেলোয়ার হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানার ইন্সপেক্টর অপরেশন আসিকুর রহমান, কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহম্মেদ খান, মাঠ কর্মকর্তা শফিকুল ইসলাম. আউটরিচসা সাখাওয়াত হোসেন, মিজানুর রহমান, এ্যাডভোকেট মো: কাদেরুজ্জামান হিরু, উদ্যম প্রকল্পের উপদেষ্টা কমিটির সদস্য আসানউল্লাহ, টঙ্গী পূর্ব থানার ৬৬জন পুলিশ কর্মকর্তা/সদস্য ও এনজিও প্রতিনিধি প্রমুখ।
প্রকল্পের ইনচার্জ ফরিদ আহম্মেদ খান বলেন, কারিতাস উদ্যম প্রকল্পটি গত জানুয়ারী ২০২১ হতে সাভার, আশুলিয়া, মোহাম্মদপুর, টঙ্গী এরিয়ায় কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। প্রকল্পটি মুল লক্ষ্য হলো শহরের ঝুকিঁপূণ জনগোষ্ঠী, বস্তিবাসী ব্যক্তিও পরিবার খাদ্যও পুষ্টি সুরক্ষায় অবদান রাখবে। প্রকল্পের উপকার ভোগীরা হলো মাদকাসক্ত, যৌনকর্মী, পথশিশু, কিশোর-কিশোরী, গার্মেসকর্মী, নিন্ম আয়ের মানুষ (দিনমজুর, রিকসাচালক, ভ্যানচালক) কর্ম এলাকার রিকভারী, পরিবহন শ্রমিক। প্রকল্পের মাধ্যমে ভেজাল খাদ্য প্রতিরোধে সরকারী-বেসরকারী ও কমিনিউটির জনগনকে সম্পৃক্ত করে প্রতিরোধ, পুষ্টি সম্পর্কে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করা। স্বল্পখরচের মাধ্যমে পুষ্টির গুনগতমান বজায় রাখা। পরিবারের সদস্যদের পুষ্টিহীনতা দুর করা। মাদকাসক্ত, যৌনকর্মী, পথশিশু, বস্তিবাসী এবং জনগোষ্ঠীদের স্বাস্থ্যহ্রাস করা। তাদের দক্ষতা উন্নয়ণ করে আত্বকর্মসংস্থানের সম্পৃক্ত করা।