টঙ্গী সংবাদদাতা
গাজীপুরের টঙ্গীর পূর্ব থানা শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ আলী (২৭), মোঃ মাসুদ(২৫), মোঃ মেহেদী হাসান(২২), মোঃ মিজানুর রহমান (২০) নামে চার ডাকাত চক্রকে গ্রেফতার করেছে র্যাব-১। গত ১৫ নভেম্বর রোববার রাত সাড়ে ১১টায় পূর্ব আরিচপুর নতুন বাজার রেলগেইট প্রিন্স টেনলার্স এন্ড ফেব্রিক্স এর সামনে এ অভিযান পরিচালনা করেন।
আটককৃত চারজন টঙ্গী মরকুন ও আমতলী এলাকার বাসিন্দা। এসময় আসামীদের কাছ থেকে দুইটি চাপাতি, একটি চাকু এবং তিন টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, তারা সহযোগীদের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই ও ডাকাতি করে আসছে।
এছাড়াও গ্রেফতারকৃত আসামীরা আরো জানায়, অপরিচিত কেহ তাদের এলাকায় নতুন আসলে তাদের গতিবিধি লক্ষ্য করে কৌশলে ছিনতাই ও ডাকাতি কার্যক্রম করে এবং তাদের ছিনতাই ও ডাকাতির কাজে বাধা দিলে সাধারণ পথচারীদেরকে উক্ত অস্ত্র দ্বারা আঘাত করে মালামাল লুট করে নিয়ে যায়। এসময় আসামীদের কাছ থেকে দুইটি চাপাতি, একটি চাকু এবং তিন টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy