টঙ্গী প্রতিনিধি : টঙ্গীতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার পুলিশ ও সেনাবাহিনী যৌথ উদ্যোগে বিশেষ মহড়া জনগণকে সচেতন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক এক বিশেষ অভিযান চালিয়েছে। বিকাল ৪টা থেকে সেবামূলক প্রতিষ্ঠান ছাড়া অন্য সকল প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য বিশেষ শতর্কতামূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করার সময় বেশ কয়েকজনকে মাস্ক ব্যবহার না করার কারণে প্রাথমিক ভাবে সাবধান করার নির্দেশ প্রদান করা হয়।
উক্ত অভিযানে নেতৃত্বে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সুভাশীষধর, সেনাবাহিনীর লেফটেন্যান্ট আরাফ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিক, টঙ্গী পশ্চিম থানার এসআই সুমন ভক্তসহ পুলিশ ও সেবাবাহিনীর সদস্যবৃন্দ এ অভিযানে অংশগ্রহণ করেন।
এ সময় সহকারী পুলিশ কমিশনার সুভাশীষধর সাংবাদিকদের জানান, আমরা প্রাথমিক ভাবে শর্তকর্তামূলক নির্দেশনা প্রদান করেছি। আইন না মানলে প্রয়োজনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জেল জরিমানাসহ কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy