সুজন সারোয়ার, টঙ্গীঃ
টঙ্গীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান করে ৭ জন ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীসহ ১২ জন অপরাধীকে আটক ও বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসব ঘটনায় গতকাল শনিবার থানায় একাধিক মামলা দায়েরের পর সকলকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১১ টঙ্গী বাজার এলাকা থেকে ২১ ‘শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহাদাত হোসেন শাহিন (২৫) ও হোসাইন (২০) নামে ২ চিহ্নিত মাদক বহনকারীকে গ্রেফতার করে পুলিশের এস আই শাহীন মোল্লা। থানায় এনে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা শিকার করে উদ্ধারকৃত ইয়াবাগুলো তাদের মহাজন, নোয়াখালী জেলার রায়পুর থানা এলাকার সাগরদী গ্রামের মোঃ আমির হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম সবুজের। টঙ্গী আরিচপুর ভরান মসজিদ রোডে উজ্জল খানের বাড়ির ৪ তলার একটি ফ্ল্যাট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। অভিযানের পর থেকে মাদকের পাইকার সবুজ পলাতক রয়েছে।
এর আগে টঙ্গী বিভিন্ন এলাকায় অভিযান করে পুলিশের পৃথক পৃথক দল মরকুন পশ্চিমপাড়া থেকে ২০ পিস ইয়াবাসহ শিপনকে (১৯), এক কেজী গাঁজাসহ কেরানীরটেক থেকে ফারুককে (২৫) ও পূর্ব আরিচপুর এলাকায় নিজ বাসা থেকে পারভেজ হোসেনকে (২৪) ৫০ পিস ফেন্সেডিলসহ আটক করে থানায় নিয়ে যায়। এ ছাড়াও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত ৭ জন পলাতক আসামিকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এসব অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেন, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আমিনুল ইসলাম।