টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ঃ
গাজীপুর নগরীর টঙ্গী বাজার ইসলামী মার্কেট এর জায়গা নিয়ে বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করার অভিযোগে থানায় মামলা হয়েছে। হামলায় ভোক্তভোগী পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছে। স্থানীয় যুবলীগ নেতাসহ একটি ডেভোলপার কোম্পানির লালিত ভূমিদস্যুরা এ হামলা চালিয়েছে।
এ ঘটনায় ভোক্তভোগী সুবর্ণা ইসলাম বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে, ঘটনাস্থল পরিদর্শন করেন টঙ্গী পূর্ব থানার পুলিশের এসআই ইয়াসিন আরাফাত। ঘটনাস্থলে দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে সুবর্ণা ইসলাম (৩২) ও তার বড় ছেলে সানজিদ (২০) এবং ছোট ছেলে সিহাব (১১)।
হামলা ও বাড়িতে ঢুকে আসবাবপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে টঙ্গী বাজার এলাকার টিপু সুলতান (৪০), ডি এম ইকবাল (৪৫), নজরুল ইসলাম(৪২) ও টঙ্গী ৫৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী শাহ আলম (৪০) এবং শিবা (২২) এর বিরুদ্ধে।
অভিযোগ সুত্রে জানা যায়, শনিবার ১৮ ডিসেম্বর সকালে অভিযুক্ত আসামী ও অজ্ঞাত ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায় ভুক্তভোগী সুবর্ণা আক্তার ও তার পরিবারের উপর। এসময় তাদেরকে বাধা দিতে গেলে সুবর্ণাসহ তার দুই ছেলে সানজিদ ও শিহাবকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। সুবর্ণাকে শ্লীলতাহানি করে। পরে ঘরের সকল আসবাবপত্র ভাঙচুর করে গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় তারা ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এবিষয়ে টঙ্গী ৫৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী শাহ আলম সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, কম্পানি কিনে নিয়েছে তাই বেঙেছে। মামলাতো হয়ে গেছে আর হবে কি।
টঙ্গী পূর্ব থানার এস আই ইয়াসিন আরাফাত জানান, অভিযোগ সূত্রে ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়ে থানায় মামলা নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy