টঙ্গীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহধর্মিণীর রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহাফিল
সুজন সারোয়ার, টঙ্গী ঃ
গাজীপুরের টঙ্গীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপির সহধর্মিণী খাদিজা রাসেলের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৭ আগষ্ট বাদ আসর টঙ্গী পূর্ব থানাধীন নওগাঁও এলাকার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বাসভবন সংলগ্ন জামে মসজিদে এই মাহাফিলের আয়োজন করা হয়।
মাহাফিলে উপস্থিত ছিলেন ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাষ্টারের স্নেহের ছোট ভাই গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মতিউর রহমান মতি। মহনগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোঃ শাহজাহান,
এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা বজলুর রশিদ, যুবলীগ নেতা জাকির হোসেন, জসিম মাদবর, মহর মৃধা,মহানগর ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির বাপ্পি, ফয়েজ আহমেদ রাজু, লোকমান হোসেন, মুন্না,মোঃ সোহাগ শাহিন, এবাদুল, মোঃ আবুল কালাম মোঃ আলম, প্রমূখ।
মাহাফিল শেষে দোয়া, বিশেষ মোনাজাত, ও তবারক বিতরন করা হয়।