সুজন সারোয়ার,টঙ্গীঃ
গাজীপুরের টঙ্গীতে পোশাক কারখানার শ্রমিকরা কারখানা বন্ধ দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে। শনিবার সকালে কাজে যোগ দিতে এসে কারখনার প্রধান ফটকে নোটিশ দেখে বিক্ষোভ করে। পরে গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও শটগানের গুলি ছোড়লে অন্তত ১০ শ্রমিক আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
গাজীপুর শিল্প সহকারী পুলিশ সুপার এস আলম জানান, আসন্ন ঈদ উল আযহার উপলক্ষে দশ দিনের ছুটি জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান শ্রমিকরা। দশ দিনের ছুটির দাবিতে আট দিন ছুটি ঘোষনা নির্দেশ দেওয়া হলেও গত কয়েকদিন কারখানার ভেতরে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে শনিবার
শ্রমিকদের দাবি মেনে না নিয়ে কারখানা বন্ধের নোটিশ দেওয়া হলে শনিবার সকাল থেকে কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
ওই কর্মকর্তা আরো জানান, সকাল ৮ টার দিকে শ্রমিকরা কারখানার পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ জটের সৃষ্টি হয়।
এ সময় ক্ষুব্ধ হয়ে আন্দোলনরত শ্রমিকরা মহাসড়কে গাড়ি ও ঢিল ছুড়ে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করেন। পুলিশ বাধা দিলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে থাকেন। পুলিশ লাঠিচার্জ করলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ ঘটনায় পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এক পর্যায়ে পুলিশ ১০-১২ রাউন্ড টিয়ার শেল ও শটগানের গুলি ছোড়ে। প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যানবাহন চলা শুরু হয়।
কারখানাটির মানব সম্পদ বিভাগের প্রধান আবু হেনা মোস্তফা কামাল বলেন, শ্রমিকদের দশ দিনের ছুটির দাবিতে আট দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে। এই আন্দোলনটি অযোক্তিক।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy