সুজন সারোয়ার,টঙ্গী ঃ টঙ্গীর নামা বাজার বস্তি এলাকায় এ.ডি এম প্যাকেজিং লি: এর ম্যানেজার উপর সন্ত্রাসী হামলা ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী আল আমিনকে (৩২) গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার ১২ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা যায়, গত ৯ জুলাই সকালে সন্ত্রাসী আল আমিনের নেতৃত্বে সাগর (২৩), হৃদয় (১৯), আকরাম, মো. এলু (৫০), হোন্ডা রিপনসহ (৩০), ২০/২৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ লাঠি-সোটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এ.ডি এম প্যাকেজিং লি: এর ম্যানেজার ফকর উদ্দিনের উপর হামলা করে। বেধড়ক মারধর ও অস্ত্রের আঘাতে তাকে গুরুতর আহত করে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। এসময় তার সাথে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ ৬৫ হাজার টাকা লুটে নেয় তারা। তার ডাক চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে ম্যানেজারকে উদ্ধারের চেষ্টা করলে সন্ত্রাসীরা হারুন অর রশীদ ও মজিদা বেগম নামে আরও দু’জনকে মারধর করে আহত করে। এঘটনায় এ.ডি এম প্যাকেজিং লি: এর ম্যানেজার ফকর উদ্দিন বাদী হয়ে ১১ জনকে এজাহার নামীয় আসামী করে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অন্যতম আসামী আল আমিন জামিনের জন্য আদালতের দ্বারস্থ হলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। এ.ডি এম প্যাকেজিং লি: এর ম্যানেজার ফকর উদ্দিন জানান, আজ সকালে ৫ জন জামিনের জন্য কোর্টে গেলে বিজ্ঞ বিচারক ৪ জনকে জামিন দেয় এবং মামলার প্রধান আসামী আল আমিনকে গ্রেফতারের নির্দেশ দেয়। এ বিষয়ে যোগাযোগ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী পশ্চিম থানা এসআই আশিকুল হক রনাল্ড বলেন, আল আমিনের গ্রেফতারের বিষয়টি এখনো জানি না। তবে খবর নিয়ে দেখছি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy