গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ এর সামনে পাঁকা রাস্তার উপর র্যাব-১ অভিযান চালিয়ে ২৫০ লিটার দেশীয় চোলাই মদসহ মোঃ ওলি আহম্মেদ ওরফে শাকিল(২১) এবং মোঃ আমিনুল ইসলাম (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করে। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার উত্তর সাহেবগঞ্জ গ্রামের মোঃ আবু তাহের এর ছেলে মোঃ ওলি আহম্মেদ ওরফে শাকিল, তিনি টঙ্গীর পূর্ব আরিচপুর মিজান মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
বি বাড়ীয়া জেলার সলিমগঞ্জ থানার ছয়ফুল্লাহক কান্দি গ্রামের মোঃ আহসান উল্লাহর ছেলে মোঃ আমিনুল ইসলাম, তিনি টঙ্গীর দত্তপাড়া সোহেল মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
র্যাব-১ জানান, তারা দীর্ঘদিন যাবৎ গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকাসহ বিভিন্ন স্থানে দেশীয় চোলাই মদ অবৈধভাবে তৈরীসহ ব্যবসা করিয়া আসিতেছিল। তাদের কাছ থেকে ১০০ লিটার দেশীয় চোলাই মদ যার মূল্য পঞ্চাশ হাজার টাকা এবং এক টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।