সুজন সারোয়ার, টঙ্গী
টঙ্গী থানা প্রেসক্লাবের সভাপতি এম এম হেলাল উদ্দিনের বাড়িতে ককটেল হামলার প্রতিবাদে রবিবার বিকেলে টঙ্গী পূর্ব থানার সামনে টঙ্গী-কালীগঞ্জ সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। থানা প্রেসক্লাবের সিনিয়র সদস্য হাজী এসএম মনির উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক মোহাম্মদ আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, যুগ্ম-সম্পাদক অমল চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক মৃণাল চৌধুরী সৈকত, সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাংবাদিক লুৎফুজ্জামান লিটন প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের অর্ধশত সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এঘটনায় জড়িত দোষীদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
উল্লেখ্য, গত শনিবার ভোররাতে এম এম হেলাল উদ্দিনের দক্ষিণ আউচপাড়াস্থ বাসভবনে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে অর্তকিতে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সটকে পড়ে। এখবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইলতুৎ মিশ ও টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হকসহ র্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।