টাইগারদের ব্যাটিং অর্ডারে পরিবর্তন চান সাবেকরা
কাজী মোতাহার হোসেন নিজস্ব প্রতিবেদকঃ
FacebookTwitterShare
শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করলেও দলের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা জরুরি বলে মনে করেন সাবেকরা। তাদের মতে ধারাবাহিকভাবে ব্যর্থদের বারবার সুযোগ না দিয়ে বিকল্প ভাবা উচিত নির্বাচকদের। একই সঙ্গে হোম কন্ডিশন সুবিধা কাজে লাগানোর পাশাপাশি স্পোর্টিং উইকেটে ম্যাচ খেলে অভ্যস্ত হওয়ার পরামর্শ দিয়েছেন টাইগারদের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম ও মোহাম্মদ শরীফ।
Surjodoy.com
দিনশেষে একটা জয় স্বস্তি দেয়। তবে, তারপরও কিছু সিদ্ধান্ত দিয়ে যায় আলোচনার খোরাক। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতলেও ঠিকই উঠেছে প্রশ্ন। ওপেনিংয়ে টানা ব্যর্থ লিটন দাস। ফর্মে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ কেনো নেই পাঁচ নম্বরে। টিম ম্যানেজম্যান্টের এই সিদ্ধান্তগুলোই প্রশ্নের জন্ম দিয়েছে।
The Daily surjodoy
৬ নম্বরে ব্যাট করে শেষ ৬ ইনিংসে ৩ ফিফটি মাহমুদউল্লাহর। অন্যদিকে, মিঠুনের পরিসংখ্যান ততটা সমৃদ্ধ না। তাই দলের জয় নিয়ে সন্তুষ্টি থাকলেও সামনের ম্যাচগুলোতে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনার পরামর্শ সাবেকদের।
The Daily surjodoy
সিরিজ শুরুর আগে উইকেট নিয়ে নিজেদের চাহিদার কথা বোর্ডের কাছে জানিয়েছিল তামিম ইকবালরা। কিন্তু বাংলাদেশের পরিকল্পনা স্পষ্ট হয় তিন পেসার নিয়ে মাঠে নামলে। যদিও উইকেটের আচরণ ছিল ভিন্ন। পুরো ম্যাচে দু’দলের ১৬ উইকেটের ১০টিই নিয়েছেন স্পিনাররা। তাই হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগানোর সঙ্গে স্পোর্টিং উইকেট করার পরামর্শ সাবেকদের।