নুন্যতম যোগ্যতা ছাড়াই টাকা দিলেই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডক্টরেড ডিগ্রীর সার্টিফিকেট পাইয়ে দেন বহুরুপি প্রতারক ডক্টরেড নামধারী জাফর সিদ্দিকী। শিক্ষাকে পুঁজি করে ডিজে মেথড নামে ইংরেজি ভাষা শিক্ষা কেন্দ্র বানিয়ে বিদেশে মানব পাঁচার করে আসছেন তিনি। ধর্মীয় লেবাস ধারন করে মিস্টি ভাষা ব্যবহার ও কথায় কথা আল্লাহ-রাসুলের দোহাই দিয়ে মানুষের ধর্মীয় অনুভুতিকে কাজে লাগিয়ে প্রতারনা, মানব পাঁচারসহ অসামাজিক কাজ করে চলেছেন দেধারছে।
খোঁজ নিয়ে জানা যায়, জাফর সিদ্দিকি কাগজে-কলমে কর্নেল ওলি আহমেদের এলডিপির নেতা হলেও বাহিরে সুবিধামত নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক আওয়ামী লীগ কর্মী পরিচয় দেন এবং এলডিপিকে দ্বী-খন্ড করতে মুখ্য ভুমিকা পালন করেন। উত্তরা ৪ নং সেক্টরে চাইল্ড কেয়ার নামে তার একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
করোনা ভাইরাস মহামারির কারনে মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও জাফরের বিদ্যালয়টি দুপুরের পর থেকে খোলা থাকে এবং সন্ধা নামার পর পর বহু নারী পুরুষকে প্রবেশ করতে দেখা যায়। ভেতরে কি হয় তা নিয়ে নানান প্রশ্ন রয়েছে আসে পাশে লোকের। দীর্ঘ নয় মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষ্যতিমান প্রতিষ্ঠানগুলো যেখানে বিল্ডং ভাড়া ও শিক্ষকদের বেতন দিতে হিমশিম খাচ্ছে সেখানে প্রতারক জাফর নিত্য নতুন প্রাইভেট কার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অনেকে তার নতুন নতুন গাড়ি ব্যবহারকে প্রতারনার নতুন ফাঁদ বলে আক্ষায়িত করছেন।
দেশের ক্ষ্যাতিমান ব্যক্তিদের বিভিন্ন দেশ থেকে ডক্টরেড ডিগ্রী এনে দিয়েছেন বলে প্রচার করেন। বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতাদেরকে তার ডক্টরেড ডিগ্রির ছাত্র বলে গল্প করেন। একাধিক মন্ত্রী-এমপি তার খুব কাছের আত্নীয় বলে পরিচয় দিয়ে উত্তরা এলাকায় প্রভাব বিস্তার করে নানা অপকর্ম করে বেড়াচ্ছেন প্রতারক জাফর সিদ্দিকি।
জাফর সিদ্দিকির সকল অপকর্ম নিয়ে অনুসন্ধান চলছে, আগামী পর্বে বিস্তারিত........
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy