শহিদুল ইসলাম সোহেলঃ
সারাদেশে পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপে শনিবার (৩০ জানুয়ারি)৩১টি পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।এই ধাপে টাঙ্গাইলের পাঁচটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।পাঁচটি পৌরসভাতেই মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।এদিকে বিজয়ী মেয়রগণ এই বিজয় কে জনতার রায়ের প্রতিফলন হয়েছে বলে মনে করছেন।
শনিবার(৩০শে জানুয়ারী)টাঙ্গাইলের যে পাঁচটি পৌরসভায় নির্বাচন হয়েছে সেগুলো হলো- টাঙ্গাইল সদর, মধুপুর, ভূঞাপুর, মির্জাপুর এবং সখীপুর পৌরসভা।
টাঙ্গাইল সদর পৌরসভা থেকে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিরাজুল হক আলমগীর।
মধুপুর পৌরসভা থেকে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব সিদ্দিক হোসেন খান।
ভূঞাপুর পৌরসভা থেকে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাসুদুল হক মাসুদ।
মির্জাপুর পৌরসভায় মেয়র হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সালমা আক্তার শিমুল এবং সখীপুর পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ।
টাঙ্গাইলের সিনিয়র নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান রাত ন’টার দিকে আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল ঘোষনা করেন।
সর্বশেষ প্রাপ্ত পলাফল অনুযায়ী,টাঙ্গাইল সদর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সিরাজুল হক আলমগীর বেসরকারিভাবে ৬৬ হাজার ৬১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রার্থী মাহমুদুল হক সানু পেয়েছেন ২২ হাজার ৯০০ ভোট। মধুপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সিদ্দিক হোসেন খান বেসরকারিভাবে ২৫ হাজার ৯৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রার্থী আব্দুল লতিফ পান্না ১ হাজার ৬৫১ ভোট পেয়েছেন। ভূঞাপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাসুদুল হক মাসুদ বেসরকারিভাবে পেয়েছেন ৯ হাজার ৪৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রার্থী জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৪ হাজার ৫০৫ ভোট।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..