প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৫, ১০:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২১, ১২:১৭ এ.এম
টাঙ্গাইলের সকল উপজেলায় একযোগে করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের উদ্ভোদন
![](https://i0.wp.com/surjodoy.com/wp-content/uploads/2021/02/20210207_211753.jpg?fit=1032%2C614&ssl=1?v=1612721851)
শহিদুল ইসলাম সোহেলঃ
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ১২টি উপজেলাতেও আজ একযোগে কোভিট-১৯ ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে।আজ সকালে স্বাস্থ্য মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন।এরপর টাঙ্গাইল জেলার সকল উপজেলায় মোট ৪২ টি কেন্দ্রে নিবন্ধিত ব্যক্তিদের শরীরে করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়। টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে জেলা প্রসাশক ডক্টর আতউল গনি এবং পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম এর শরীরে ভ্যাকসিন প্রয়োগ করে কার্যক্রমের সূচনা কর হয়। পর্যায়ক্রমে নিবন্ধিত সকলকেই এ ভ্যাকসিন প্রয়োগ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো.শাহাবুদ্দিন খান,টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সদর উদ্দিন,প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমূখ।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়,টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নয়টি কেন্দ্র ও বাকি ১১ টি উপজেলার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি করে বুথ স্থাপন করা হয়েছে। প্রতি বুথে দুই জন করে টিকাদান কর্মী ও চারজন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। জেলায় মোট ১ লাখ ২০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন মজুদ রয়েছে। পর্যায়ক্রমে নিবন্ধিত ব্যক্তিদের শরীরে করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy