শহিদুল ইসলাম সোহেলঃ
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের নাগরপুর, মধুপুর ও কালিহাতি উপজেলার ২৪টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।২৪টি ইউনিয়নের মধ্যে ১৬টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী(নৌকা প্রতীকে) এবং ৮টিতে স্বতন্ত্র প্রার্থী ভিন্ন ভিন্ন প্রতীকে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এছাড়া ঘাটাইল পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ মিয়া বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন।
রোববার (২৮শে নভেম্বর) সকাল আটটা থেকে শুরু হয়ে ভোট গ্রহন চলে টানা বিকেল চারটা পর্যন্ত।দু’একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুলিশ ও যৌথ বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে দুপুরের মধ্যে মধুুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান ভোট বর্জনের ঘোষনা দেন।
তিন উপজেলার ২৪টি ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে -
নাগরপুর উপজেলায় নির্বাচিতরা হলেন-
দপ্তিয়র ইউনিয়নে এম ফিরোজ সিদ্দিকী (স্বতন্ত্র) সলিমাবাদ ইউনিয়নে সাইদুল ইসলাম অপু (নৌকা), নাগরপুর সদর ইউনিয়নে কুদরত আলী (নৌকা),গয়হাটা ইউনিয়নে সামছুল হক (স্বতন্ত্র),পাকুটিয়া ইউনিয়নে সিদ্দিকীকুর রহমান (স্বতন্ত্র),ধুবুরিয়া ইউনিয়নে সাদিকুর রহমান (স্বতন্ত্র),ভাদ্রা ইউনিয়নে শওকত হোসেন ( স্বতন্ত্র),মোকনা ইউনিয়নে শরিফুল ইসলাম (নৌকা), মামুদনগর ইউনিয়নে শেখ মোহাম্মদ জজ কামাল (নৌকা), বেকড়া ইউনিয়নে শওকত আলী (নৌকা) ও সহবতপুর ইউনিয়নে তোফায়েল আহমেদ (স্বতন্ত্র)।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy