প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২১, ১২:৪৮ পি.এম
টাঙ্গাইলে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ থাকার দায়ে দুই ক্লিনিক সিলগালা
শহিদুল ইসলাম সোহেলঃ
টাঙ্গাইলে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স থাকা ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এসময় দুই ক্লিনিক সিলগালা ও ৪টি ক্লিনিককে ৯৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন বলেন, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, অস্বাস্থ্যকর পরিবেশ ও দায়িত্বরত ডাক্তার না থাকায় শহরের শামসুল হক ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা ও সোনার বাংলা ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করে এই দুটি ক্লিনিক সিলগালা করা হয়েছে।
বাকী দুটি ক্লিনিক রোকেয়া আই কেয়ার সেন্টার ও ফাতেমা মর্ডান ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা করে জরিমানা করে ৭ দিনের সময় দেয়া হয়েছে।
টাঙ্গাইলের জনসাধারণের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অনুমোদন হীন ও অস্বাস্থ্যকর পরিবেশ যুক্ত এসব ক্লিনিকের বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ সময় সিভিল সার্জনের অফিসের কর্মকর্তাসহ আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy