প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৫, ১১:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২১, ১:৩৭ পি.এম
টাঙ্গাইলে একই বাড়ি থেকে বৌ- শাশুড়ীসহ তিনজনের লাশ উদ্ধার
![](https://i0.wp.com/surjodoy.com/wp-content/uploads/2021/10/FB_IMG_1635578959246.jpg?fit=572%2C331&ssl=1?v=1635579458)
নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের ঘাটাইলে একটি বাড়ি থেকে শাশুড়ি ও পুত্রবধূসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে উপজেলার দিগড় ইউনিয়নের কদম তলী কাশতলা দক্ষিণ পাড়া গ্রামে একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে চার বছর বয়সী এক কন্যা শিশুকে।
নিহতরা হলেন- কাশতলা দক্ষিণ পাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী জয়নুদ্দীনের মা জামেলা (৫৫) ও স্ত্রী সুমি (২০) এবং শাহজালাল (২৯)।
পুলিশ ও প্রতিবেশীরা জানায়, শাহজালালের সঙ্গে সুমির প্রেমের সম্পর্ক ছিল।আহত শিশুটি সুমির মেয়ে সাথী (৪)।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কজনক।
সহকারী পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) সোহেল রানা জানান,খবর পেয়ে খামারপাড়ার একটি বাড়ি থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করছে।পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy