শহিদুল ইসলাম সোহেলঃ
টাঙ্গাইল জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ টাঙ্গাইল এর আয়োজনে রবিবার (৩১ অক্টোবর) ৮টায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুতেই পুলিশ সুপার উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন।
এসময় তিনি বলেন সাংবাদিক ও পুলিশ একে অন্যের পরিপূরক।সাংবাদিকেরা জীবনের ঝুঁকি নিয়ে অপরাধ ও দূর্নীতিসহ সমাজের বিভিন্ন অসঙ্গতি গুলো তুলে ধরেন যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ নির্মূলে পুলিশের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে।গণমাধ্যমকর্মী এবং পুলিশ একে অপরের প্রতিপক্ষ নয় বরং তারাই প্রকৃত বন্ধু।
পুলিশ সাসুপার আরও বলেন,টাঙ্গাইল জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে অপরাধ নির্মূল,মাদক নিয়ন্ত্রন,সাইবার বুলিং,কিশোর গ্যাং প্রতিরোধ,যানযট নিরসনসহ সামাজিক জনসচেতনতা বৃদ্ধি ও জনগনের আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশি সেবাকে জনগনের দোড়গোড়ায় পৌছে দিতে চাই।এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।পুলিশের ভালো কাজ গুলো জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন,পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পুলিশের প্রতি সাধারণ মানুষের যে নেতিবাচক ধারণা আছে তা পরিবর্তন করতে হবে।আপনারাই পারেন পুলিশের ভালো কাজ ও মানবিক দিকগুলো তুলে ধরে পুলিশের সাথে জনগণের দূরত্ব কমাতে এবং পুলিশ – জনতার ভাতৃত্ব বন্ধন সৃষ্টি করতে। সুশাসন প্রতিষ্ঠা ও আইনের শাসন বাস্তবায়নের মাধ্যমে জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময়,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)টাঙ্গাইল,কাজী নুসরাত এদীব লুনা ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) টাঙ্গাইল,জয়ব্রত পাল,অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা,জনাব জাফর আহম্মেদ,সভাপতি টাঙ্গাইল প্রেসক্লাবসহ টাঙ্গাইল জেলার বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..