প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৩:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২০, ৭:৪৭ পি.এম
টাঙ্গাইলে জেলা প্রশাসক করোনায় আক্রান্ত
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনির শরীরে করোনা শনাক্ত হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয় এবং টাঙ্গাইল সিভিল সার্জন অফিস আজ মঙ্গলবার তার করোনায় আক্রান্তের বিষয়টি গণামধ্যমকে নিশ্চিত করেন। বর্তমানে তার শারিরীক অবস্থা স্বাভাবিক বলে জানা গেছে। তিনি সরকারি বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, জেলা প্রশাসকসহ গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে নতুন করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫১৫ জনে দাঁড়াল। এদের মধ্যে টাঙ্গাইল সদরে ২৯, নাগরপুরে ২, মির্জাপুরে ৩, বাসাইলে ৭, কালিহাতিতে ৭, ভুয়াপুতে ১ ও ধনবাড়িতে তিনজন।
সিভিল সার্জন অফিস আরও জানায়, আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৮৫৩ জন সুস্থতা লাভ করেছেন। আর মৃত্যু হয়েছে ২৫ জনের।
আক্রান্তরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিট,বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy