টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। শনিবার রাত ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের পোস্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চট্রগ্রাম থেকে বগুড়াগামী (বগুড়া-ট-১১-২৩৩৯) ট্রাকটিতে ১৫/২০ টন ওজনের লোহার শিট রয়েছে। রাত ২টার দিকে ট্রাকটি মির্জাপুরের পোস্টকামুরী চড়পাড়া নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান।ট্রাকটির সামনের বা পাশের চাকা আইল্যান্ডের উপর উঠে যায়। এতে ট্রাকের চাকা খুলে অন্যত্র ছিটকে পড়ে ট্রাকের সামনের অংশসহ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় চালকের পেছনের আসনে (কেবিন) বসে থাকা যাত্রীদের মধ্যে ৩ জন ঘটনাস্থলেই মারা যান।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, চালক পলাতক রয়েছেন। ওই ৩ জন ট্রাকের যাত্রী কিংবা সিটের মালিক হতে পারেন। মরদেহ উদ্ধার ও ট্রাক সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইশি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy