নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের রেল স্টেশনের ঘারিন্দায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তার নাম সীমান্ত সরকার পরিমল(৪৭)।তার বাবার নাম মৃত পলান সরকার। তার বাড়ি টাঙ্গাইল পৌর শহরের প্যারাডাইস পাড়ায়। শনিবার(১৮ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের সদর উপজেলার ঘারিন্দা রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত পরিমলের পারিবারিক সূত্রে জানা যায় নিহত পরিমল টাঙ্গাইল শহরের ছয়আনি বাজারে 'সীমান্ত সুইটস' নামের একটি দোকানের মালিক ছিলেন।অপর একটি নারীর সাথে পরিমলের পরকীয়া প্রেম চলছিল।এ কারণে তার স্ত্রীর সাথে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। দুই সন্তানকে নিয়ে তিন বছর আগে তার বাবার বাড়ি চলে যান। আত্মহত্যার আগে পরিমল তার ফেসবুক প্রোফাইলে তার মৃত্যুর জন্য এক নারী ও পুরুষকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন। এছাড়াও ব্যবসার কারণে তিনি ঋণগ্রস্ত হন। অর্থনৈতিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে দুশ্চিন্তায় ছিলেন। কয়েকজন পাওনাদার তাকে টাকার জন্য চাপ দিয়েছিলেন। দাম্পত্য কলহ পরকীয়া ও ব্যবসায়িক ক্ষতির কারণে ঋণগ্রস্ত সহ নানা দুশ্চিন্তার কারণে আত্মহত্যা করেছেন বলে তার পারিবারিক সূত্র জানিয়েছেন।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনের সহকারী রেল মাস্টার আব্দুল আলীম জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। বিকেল ০৫:৩০ এ ঘারিন্দা স্টেশনে এসে পৌঁছায়। ৫ মিনিট অপেক্ষা করার পর ঢাকা অবিমুখে যাচ্ছিল তখন স্টেশন থেকে ১০০ গজ দূরে গিয়ে সিমান্ত সরকার পরিমল টেনের নিচে ঝাঁপ দেয়।ট্রেনের নিচে কাঁটা পড়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy