নিউজ ডেস্ক
টাঙ্গাইলের কালিহাতীর কামাঙ্খামোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু যমুনা সেতু পূর্ব মহাসড়কের পাশেই উপজেলার সল্লা ইউনিয়নের কামাঙ্খামোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার নিকরাইল দাস পাড়া এলাকার মৃত গোপালের স্ত্রী বাসন্তী (৬০), মৃত অনাথ দাসের স্ত্রী আরতী রানী দাস (৫৫), একই এলাকার হরি বন্ধুর স্ত্রী শান্তি রানী (৪৫) ও তাদের মেয়ে শিল্পী রানী (৩০)। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা মেয়ে।
স্বজনরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে যাকাত আনতে যাচ্ছিলেন তারা। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা মেয়েসহ চার জনের মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নাজমুল বাসস’কে বলেন, ‘ভোরে চার নারী রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় একতা একপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই চার জনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করেছে।’
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy