টাঙ্গাইলে নতুন করে ৮৫ জন করোনায় আক্রান্
শহিদুল ইসলাম সোহেল নিজস্ব প্রতিবেদক: | ১৫ জুন ২০২১ | ১:১৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে নতুন করে ৮৫ জন করোনায় আক্রান্
FacebookTwitterShare
টাঙ্গাইলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ২৭১টি নমুনা পরীক্ষায় জেলায় ৮৫জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ৫৬, নাগরপুরে ১, দেলদুয়ারে ৬ একজন, সখীপুরে ৩, মির্জাপুরে ৪, কালিহাতী ১২জন, ঘাটাইলে ১, মধুপুরে একজন ও গোপালপুরে ১ জন নিয়ে মোট ৮৫ জন।
Surjodoy.com
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৬১৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে ৪ হাজার ৩৩১ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছে ৯৫ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
The Daily surjodoy
এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে সর্বমোট ৩৬২ জন রোগী ভর্তি হয়। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৫৮ জন। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ৬১ জন। বর্তমানে টাঙ্গাইল জেনালে হাসপাতালে আইসিউ বেডে ৩ জন ও জেনারেল বেডে ১৮ জন চিকিৎসাধীন রয়েছে।
The Daily surjodoy
অন্যদিকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে পাঁচজনসহ জেলায় সর্বমোট ২৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy