প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১০:০২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২১, ১১:৫৯ এ.এম
টাঙ্গাইলে প্রাইভেট ক্লিনিক গুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
শহিদুল ইসলাম সোহেল নিজস্ব প্রতিবেদকঃ
মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স,অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা প্রদানসহ বিভিন্ন অনিয়মের দায়ে টাঙ্গাইলের বিভিন্ন ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন শহরের শান্তিকুঞ্জ মোড়সহ বিভিন্ন এলাকায় অবস্থিত ক্লিনিকগুলোতে এ অভিযান চালান।অভিযানে একটি ক্লিনিককে সিলগালাসহ আরো তিনটি ক্লিনিককে জরিমানা করা হয়।
এ সময় টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা.শামীম হোসাইন চৌধুরীসহ আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
শামীম হোসাইন চৌধুরী জানান, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ,ও ডাক্তার না থাকায় শহরের মেরিন নার্সিং হোমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ক্লিনিকটি সিলগালাও করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে অস্ত্রপাচার করায় জয় ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা এবং পাইলট হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ইউনাইডেট ক্লিনিকের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, বেসরকারি হাসপাতালের সেবার মান বৃদ্ধি ও উন্নত পরিবেশ তৈরি করার লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy